খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ যুদ্ধ বিমান স্পিট ফায়ারের জন্য জ্বালানী ভরতে রবিবার বিকেলে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধ বিমান ” স্পিড ফায়ার স্টিভ ব্রুকস ও এলেন জেন্সি এক ইঞ্জিনিয়ার ও পাঁচ জন তথ্য চিত্র নির্মাণ কারীকে নিয়ে বিশ্ব ভ্রমনে বেড়িয়েছেন। রবিবার মায়ানমার থেকে উড়ে জ্বালানী ভরতে কলকাতায় আসেন তারা সোমবার সকালেই নাগপুরের উদ্দেশ্য এ যাত্রা করে ঐ বিমানটি। ব্রিটিশ ঐ যুদ্ধ বিমানের খোলনলচে বদলে তাকে যাত্রী বাহী বিমানে পরিণত করতে দুবৎসর লাগে বলে জানান পাইলট এখন এর নতুন নাম করেন হয়েছে ” সিলভার স্পিড ফায়ার ”।