খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অনেক দিন ধরেই মনি হেস্টের থ্রি মনকিজ সিরিজ টি নিয়ে আলোচনা চলছিল ।গতকাল ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অর্জুন রামপাল জানিয়েছেন সিরিজ টি পরিচালনা করছেন আব্বাস মস্তান জুটি এবং মুখ্যভূমিকাতে অভিনয় করছেন তিনি ।ছবিটিতে রামপাল কে দেখা যাচ্ছে সাদা শার্ট ও লেদার জ্যাকেট পড়া ।ক্যাপশনে তিনি লিখেছেন আবারো “লাইটস ক্যামেরা একশন শুরু হলো পথ চলা “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...