খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অনেক দিন ধরেই মনি হেস্টের থ্রি মনকিজ সিরিজ টি নিয়ে আলোচনা চলছিল ।গতকাল ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অর্জুন রামপাল জানিয়েছেন সিরিজ টি পরিচালনা করছেন আব্বাস মস্তান জুটি এবং মুখ্যভূমিকাতে অভিনয় করছেন তিনি ।ছবিটিতে রামপাল কে দেখা যাচ্ছে সাদা শার্ট ও লেদার জ্যাকেট পড়া ।ক্যাপশনে তিনি লিখেছেন আবারো “লাইটস ক্যামেরা একশন শুরু হলো পথ চলা “।
স্প্যানিশ থ্রিলারের হিন্দি রিমেক মানি হায়েস্ট শুরু হবে
On: Tuesday, November 16, 2021 12:30 PM






