স্বচ্ছ ভারত অভিযানে নামলেন হেমা মালিনী

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   শনিবার সকালে  সংসদ  চত্বর ঝড় দিয়ে  পরিষ্কার  করতে দেখা গেলো অভিনেত্রী  এবং মথুরার  সাংসদ হেমা মালিনী  কে । তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আরো অনেকে । হেমা মালিনীর পরনে ছিল কুর্তা  এবং কালো ট্রাউসার  এবং সঙ্গে ছিল ঝাঁটা  যা দিয়ে স্বচ্ছ  ভারত  অভিযান কে এগিয়ে  নিয়ে যেতে সংসদ  পরিষ্কার  করলেন তিনি  অনুরাগ  ঠাকুর এবং অন্যান্য বিজেপি সাংসদ  রা ।