স্বাস্থ্যমন্ত্রক ৩৫-৫৫ বছর বয়েসীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তায় আছে

রাজ্যে গত বছর জুলাইয়ের মাঝামাঝি , দৈনিক   করোনা আক্রান্তের  সংখ্যা -২০০০ পার করেছিল  কিন্তু এই  বার  এপ্রিলের শুরুতেই  সেই সংখ্যা টি এসে দাঁড়ালো ২৩৯০। বঙ্গে ভোট নিয়ে মানুষ যতটা উৎসাহী করোনা নিয়ে ততটা ভাবিত নয় । এইবারে সংক্রমণে  আক্রান্ত হচ্ছেন ৩৫-৫৫ বছর বয়েসীরা বেশি পরিমানে ।বিশেষজ্ঞদের  মত  কাজের জন্য তাদের বাইরে বেরোতে  হয় তাই আক্রান্ত হচ্ছে তারা ।