সড়ক ও পরিবহন মন্ত্রীর হুঁশিয়ারি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  কেন্দ্রীয়  সড়ক  ও  পরিবহন  মন্ত্রী  নিতীন   গড়কড়ি   মন্ত্রকের  এক  অনুষ্ঠানে  বলেন  দিনের  পর  দিন  ফাইল  ফেলে  রাখার  দিন  শেষ। কোন মতেই  লাল  ফিতের  ফাঁস  বরদাস্ত  করবেনা   কেন্দ্রীয়  সরকার। খোদ  প্রধান  মন্ত্রী  ও  কাজ  ফেলে  রাখলে  কর্মী  ও  অফিসার দের  অবসর  দেওয়ার  পক্ষে  মত দেন। মন্ত্রী  আরও  বলেন  যে  সব  ব্যক্তিরা  সিদ্ধান্ত  নেন  আমি  তাদের  পক্ষে।  দিনের  পর  দিন  ফাইল  ফেলে  রাখা  বরদাস্ত  করা  হবেনা।