গতকাল গুজরাটের মরবিতে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে ১০৮ ফুট উচ্চতার হনুমান মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।তিনি বলেন হনুমানের চার ধাম প্রকল্পের আওতায় আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ুতে ।প্রথম শিমলা তে হনুমান ধামতৈরি করা হয় ,দ্বিতীয় হবে গুজরাটে তৃতীয় হনুমান মূর্তি তৈরি হবে তামিল নাড়ুর রামেশ্বরমে এবং চতুর্থ মূর্তি টি হবে পশ্চিমবঙ্গে তবে স্থান এখনো নির্ধারিত হয়নি ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...