সম্প্রতি রাহুল ও সোনিয়া গান্ধী হরিয়ানার সোনীপথের গ্রামে গিয়ে চাষীদের সঙ্গে সেখানকার মহিলা দের সঙ্গে আলাচারিতায় মেতে ছিলেন ।তাকে ট্রাক্টর চালাতেও দেখা গিয়েছিলো ।রাহুল কথা দিয়েছিলেন এক দিন ১০ জনপথ ভবনে ওই চাষী রমণী দের ডাকবেন ।তারা এসেছিলো দলবেঁধে সোনিয়া,প্রিয়াঙ্কা রাহুলের জন্য ঘি ,লস্যি এবং হাতে তৈরি আচার নিয়ে ।এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন তারা ।সেই সময় এক কৃষক রমণী বলেন “রাহুল কে এইবার বিয়ে দিন “।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...