গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি ,সুব্রত তালুকদার ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি ফেরত না পাওয়া সিঙ্গেল বেঞ্চের অর্ডার বহাল রাখলো । এই ছাড়াও নির্দেশ দেওয়া হয় সিবিআইয়ের নেতৃত্বে ফরেনসিক তদন্ত হবে ।কোর্টের নজরদারিতে ,একক বিচারপতির বেঞ্চ পর্যায় ক্রমে তদন্তকারী সংস্থার রিপোর্ট ও টাকার উৎস্য সন্ধানের রিপোর্ট তলব করতে পারবে ।
মানিক ভট্টাচার্যীর বিরুদ্ধে যথাযত তদন্ত হবে ।