হাওড়াতে বন্ধ করে দেয়া হলো অনির্দিষ্ট কালের জন্য সব সরকারি -বেসরকারি অফিস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  হাওড়ার জেলা শাসক আজ  ওই জেলায়  সব সরকারি -বেসরকারি অফিস  বন্ধ করে দেয়ার জন্য এক নোটিশ  জারি করলো , প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির  ঘোষণা অনুযায়ী ২০ সে এপ্রিলের পরে লকডাউনের  নিয়ম কিছুটা শিথিল  করা হয় ওই জেলায় কিছু অফিস খোলে এর  পরেই  হাওড়া এই নোটিশ  জারি করা হলো ,কারণ  হাওড়া  বেশ কয়েকটি অঞ্চল কেই  হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে।হাওড়া  পুরসভার অধীন সব অফিস  বন্ধের নির্দেশ দেয়া হয়েছে সব পরবর্তী নোটিশ  না দেয়া পর্যন্ত ।