খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগে মুম্বাই – দিল্লি রাজধানী এক্সপ্রেসে ডবল ইঞ্জিন জুড়ে পুশ – পুল পদ্ধতিতে যাত্রার সময় কমিয়ে ছিল রেল কর্ত্তৃপক্ষ ।এবার গতকাল হাওড়া থেকে গয়া পর্যন্ত্য রাজধানী এক্সপ্রেসে ডাব্লুএপি -৭ সিরিজের দুটি ইঞ্জিন রেলের সামনে ও পিছনে জুড়ে ঘটনায় ১৩০ কিমি বেগে যাত্রী বিহীন একটি ২২ কোচের গাড়ী ছাড়ে । হাওড়া প্লার্টফর্ম সকাল ৮ – ৩৫ মিনিটে গয়ার উদ্দেশ্যে গয়ায় পৌঁছায় নির্দ্দিষ্ট সময়ের আগে। এই রাজধানী এক্সপ্রেসের ৫০ বৎসর পূর্ত্তি উপলক্ষে সময় কমানোই রেলের লক্ষ্য।
রাজ্য
দলের বাড়তি মেধ ধরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস
সূত্রের খবর ২০২৫ শালের প্রথমেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক করেন অভিষেক ,মমতা এবপং সুব্রত বক্শি । জানা যাচ্ছে সেই খানে সংগঠন ও...