খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগে মুম্বাই – দিল্লি রাজধানী এক্সপ্রেসে ডবল ইঞ্জিন জুড়ে পুশ – পুল পদ্ধতিতে যাত্রার সময় কমিয়ে ছিল রেল কর্ত্তৃপক্ষ ।এবার গতকাল হাওড়া থেকে গয়া পর্যন্ত্য রাজধানী এক্সপ্রেসে ডাব্লুএপি -৭ সিরিজের দুটি ইঞ্জিন রেলের সামনে ও পিছনে জুড়ে ঘটনায় ১৩০ কিমি বেগে যাত্রী বিহীন একটি ২২ কোচের গাড়ী ছাড়ে । হাওড়া প্লার্টফর্ম সকাল ৮ – ৩৫ মিনিটে গয়ার উদ্দেশ্যে গয়ায় পৌঁছায় নির্দ্দিষ্ট সময়ের আগে। এই রাজধানী এক্সপ্রেসের ৫০ বৎসর পূর্ত্তি উপলক্ষে সময় কমানোই রেলের লক্ষ্য।