হাডকো মোর থেকে সল্টলেক সিবিআই দফতর অব্দি মিছিল করবে সিপিএম

আজ আরজি কার কান্ডের ন্যায় বিচার ও বৃহৎতম ষড়যন্ত্র উন্মোচনের জন্য সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে সিপিএমের রাজ্য কমিটি ,আজ উল্টোডাঙা হাডকো মোড়ে জমায়েত করে তারা মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সিবিআই দফতরে ।তাদের স্লোগান একশো দিন পেরিয়ে গেছে ,এখনো কোনো কিছুর বিচার হলো না ,তাই তারা শ্লোগান দিয়েছে আরো কত সময় চাই, জবাব দাও সিবিআই ।