হায়দ্রাবাদ ধর্ষণ কাণ্ডে টুইট প্রিয়াঙ্কা গান্ধীর

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  হায়দ্রাবাদে  চিকিৎসকের উপর ধর্ষণ  কাণ্ডে  তীব্র প্রতিবাদ জানালেন  কংগ্রেস নেত্রী  প্রিয়াঙ্কা  গান্ধী । টুইটে  তিনি বলেন  “হায়দ্রাবাদ  ধর্ষণের  ঘটনাতে  আমি স্তম্ভিত  ক্ষোভ  প্রকাশের  জন্য  কোনো  ভাষা নেই ,দেশবাসীকে শুধুমাত্র  প্রতিবাদের মধ্যে থেমে  থাকলে হবে না  প্রতিবাদের থেকেও  বেশি কিছু  করে দেখাতে  হবে ।হায়দ্রাবাদ  ফিরিয়ে  দিলো দিল্লির  নির্ভয়ার স্মৃতি ।