খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সভার সাংসদ জয়া বচ্চন আজ বলেন সময় এসে গিয়েছে “এই বার ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত “। তিনি বলেন ধর্ষণের ঘটনাতে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করছে তা জানতে হবে । আজ হায়দ্রাবাদ ধর্ষন কান্ড নিয়ে সংসদ তোলপাড় হয় ।এআইএডিএমকে সাংসদ বিজিলা সত্যনাথ সংসদে দাঁড়িয়ে কেঁদে ফেলেন এবং বলেন এই দেশে নারী এবং শিশুরা মোটেই নিরাপদ নন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...