হুড়মুড়িয়ে পড়লো শেয়ার বাজার

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নজিরবিহীন ভাবে ৬৬ পঁয়সা পরে ডলারের পরিপ্রেক্ষিতে এসে দাঁড়ালো ৭৬ টাকা ৭০ পঁয়সা তে ।দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে এই মাসেই তা ৮৭ টাকা পার হয়ে যায় কিনা ।পাশাপাশি সেনসেক্স ও নেমেছে ১০০০ পয়েন্টের বেশি ।অনেক দিন পরেতা পৌঁছে গেছে ৭৬ হাজারের ঘরে অর্থনীতিবিদ দের ধারণা বিদেশী লগ্নি সংস্থার লগ্নি প্রত্যাহার টেনে নামাচ্ছে শেয়ার বাজার ও টাকা কে ।