হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে ইন্ডিয়ান হোটেল কোম্পানি (তাজ গ্রুপের ) সঙ্গে গাঁটছাড়া বাঁধলো অম্বুজা ঘোষ্ঠী । জানা
যাচ্ছে ৫ টি স্থানে অম্বুজা ও তাজ ঘোষ্ঠী একসঙ্গে কাজ করবে । সোমবার এই বিষয়ে চুক্তি বদ্ধ হয়ে দুই ঘোষ্ঠী । অম্বুজার তরফে হর্ষ নেউটিয়া বলেন আগামী দিনে দুই ঘোষ্ঠীর পরিচালিত হোটেল সংখ্যা ৪০ পেরিয়ে যাবে । জানা যাচ্ছে রাজ্যে দার্জিলিং ,সুন্দরবন ,রায়চক ,শিলিগুড়ি,লাটাগুড়ি সহ সিকিম ,হিমাচল প্রদেশে ১৫ টি হোটেলে অম্বুজা ও তাজ ঘোষ্ঠী একসঙ্গে কাজ করবে ।