হোলি উৎসব পালন করবেনা সি.আর.পি.এফ

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  পুলওয়ামা  কান্তে   নিহত  ও  আহত  জোয়ানদের  কথা  ভেবে   সি.আর.পি.এফ   কর্তিপক্ষ  এবার  হোলি  উৎসব  পালন  না  করার  সিদ্ধান্ত  নিল ।  গতকাল  বাহিনীর  প্রতিষ্ঠা  দিবসের  অনুষ্ঠান  পালন  করতে  গিয়ে  এই  কথা  জানান   সি.আর.পি.এফ   এর  ডিরেক্টর  জেনারেল  আর  ভাটনগর ।