খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হোয়াটস আপে অচেনা নম্বর থেকে আসা এমপি ৪ ফাইল ডাউনলোড করলে পরতে হতে পারে হ্যাকারের ফাঁদে । হোয়াটস আপ নিজেই এবং সতর্কতা বার্তা জারি করেছে । সংস্থার দাবি এমপি ৪ ফাইলের মাধ্যমে ফোন ঢুকে যেতে পারে ইসরায়েলি সফ্টওয়ার পেগাসাসের মত একটি স্পাই ওয়ার যার মাধ্যমে হ্যাকার দের হাতে চলে যেতে পারে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ।