হ্যামলেটের টু বি নট টু বির চাপে ভারতীয় জাতীয় কংগ্রেস

হ্যামলেটের আদি সেই উক্তি টু বি এবং নট টু বির মত ,অযোধ্যা রামমন্দির উদ্বোধনের বিজেপির ডাকা ২২ সে জানুয়ারির সভা তে ,যাওয়া নিয়ে দ্বিধায় ভারতীয় জাতীয় কংগ্রেস ।বিজেপির তরফ থেকে খাড়গে ,অধীর চৌধুরী ,প্রিয়াঙ্কা ,সোনিয়া ,রাহুল সবাই কে আমন্ত্রণ করা হয়েছে ।উদ্বোধনী অনুষ্ঠানে গেলে সংখ্যালগু ভোটের কি হবে সেই নিয়ে বিড়ম্বনা তে কংগ্রেস । এখন দেখার তারা কি করে ।