কেন্দ্রীয় সরকার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সাথে সাথে বলে আসছিলো এই বার দেশ জুড়ে টানা লকডাউন চান না তারা । জানা যাচ্ছে করোনার বাড়াবাড়ির জন্য তারা রাজ্যগুলিকে নয়া এক নির্দেশিকা পাঠিয়েছেন । সেইখান বলা আছে সংক্রমণের হার যেইখান বেশি সেই জেলা গুলিকে বিশেষ ভাবে চিন্নিত করতে হবে এবং দেখতে হবে যাতে সংক্রমণ আর না ছড়ায় । খুব সম্ভবত কলকাতা এবং উত্তর ২৪ পরগনা লকডাউনের কবলে পড়বে ।