হয়তো মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে এনসিপি -শিবসেনা -কংগ্রেসের জোট

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : শিবসেনার  মুখ্যপাত্র সঞ্জয়  রাউত  গতকাল  বলেন উদ্ভব ঠাকরে  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ সামলাতে রাজি হয়েছেন । খুব সম্ভবত  ঠাকরে  পরিবার থেকে কেউ  এই প্রথম এই পদে আসীন হবেন । গতকাল জোট সরকারের  মুখ  কে হবেন  এই নিয়ে কংগ্রেস এনসিপি  ও শিবসেনা এক  বৈঠকে বসেন মুম্বাইয়ের নেহেরু সেন্টারে । তার পরে বৈঠক থেকে বেরিয়ে এসে এনসিপি নেতা শরদ  পাওয়ার বলেন  উদ্ভব ঠাকরেই  নেতৃত্ব দেবেন সরকারের । উদ্ভব ঠাকরের নাম সর্বসম্মতি  ক্রমে গৃহীত হয়েছে ।