রেল সূত্রে জানা যাচ্ছে আগামী ১০ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওর মাধ্যমে উদ্বোধন করবেন শিয়ালদাহ ডিভিশনের রানাঘাট শাখার বাতানুকূল লোকাল ট্রেনের । জানা যাচ্ছে ট্রেন টি প্রতিদিন সকাল ৮ টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে সকাল ১০ টা ১০ মিনিটে পৌঁছে যাবে শিয়ালদাহ ,আর ফিরতি পথে সন্ধ্যা ৬টা মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৮ টা ৩২ মিনিটে পৌঁছে যাবে রানাঘাট ,ট্রেন টি থামবে বিধাননগর ,দম দম ,সোধপুর,খড়দহ ।ব্যারাকপুর ,নৈহাটী -কাঁচারাপাড়া ,কল্যাণী ও চাকদহ ।