১২-১৪ অক্টোবর কোল ইন্ডিয়ার ধর্মঘট আপাতত স্থগিত

মজুরি বৃদ্ধির দাবিতে কোল ইন্ডিয়ার শাখা সংগঠন গুলি ১২-১৪ অক্টোবর ধর্মঘটের ডাক দিয়েছিলো ।তাতে যুক্ত ছিল ৫টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ।কিন্তু রাষ্ট্রায়াত্ব সংস্থা টি কর্তৃপক্ষ ,তাদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া তে ধর্মঘট স্থগিত রাখলো সংগঠন গুলি ।