
অর্থনীতি বিদ দেড় অনেকের ধারণা ঝিমিয়ে পড়া বাজার কে চাঙ্গা করতে এবং সাধারণ মধ্যেবিত্তের কেনাকাটার হার বাড়াতে আসন্ন বাজেটে আয়করে ছাড় দিয়ে সাধারণ রোজগাড় করা মানুষের খরচের টাকা তুলে দিতে চাইছে সরকার ।১ লা ফেব্রুয়ারীর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর কমানোর কথা ঘোষণা করতে পারেন । সূত্রের খবর ১৫ লক্ষ্য টাকা অব্দি আয়ের ক্ষেত্রে কমতে পারে করে হার ।