কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ২৮ সে এপ্রিল থেকে কো উইন পোর্টাল অথবা আরোগ্য সেতু আপ থেকে ১৮-৪৪ বছর বয়েসীদের নাম নথিভুক্ত করা শুরু হবে ।বিকেল ৪ টা থেকে শুরু হবে এই রেজিস্ট্রেশন ,কিন্তু দেখা যায় বিকেল ৪ টারসময় বিগড়ে যায় সার্ভার । তার কিছুক্ষন পরে যদিও অতিকষ্ঠে প্রথম তিন ঘন্টায় ৮০ লক্ষ্য মানুষ নাম নথিভুক্ত করেন ,কিন্তু কবে থেকে এইওষুধ পাওয়া যাবে তা ঘোষণা করা হয়নি ।পরে জানা যায় সরকার এবং বেসরকারি হাসপাতাল গুলির টিকার বন্দোবস্ত করলেই কবে থেকে টিকা মিলবে তা জানা যাবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...