২০১৬ শালে এসএস সি পরীক্ষা তে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করে ।তারপরে মামলা টি আসে সুপ্রিম কোর্টে ।সোমবার সুপ্রিম কোর্ট শুনানির পরে রায়ই সংরক্ষিত রাখে এসএসসির তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত প্রধান বিচারপতি সন্দীপ খান্না কে জানান কমিশন কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ নথি দিতে চায় কোর্টে কে ,কোর্ট আগামী সোমবারের মধ্যে তা পেশ করতে নির্দেশ দেয় এসএসসি কে ।