২৮ তারিখ থেকে চলা বাজেট অধিবেশনে বাজেট পেশ হবে ১লা ফেব্রুয়ারী

On: Tuesday, January 13, 2026 11:23 AM

ইঙ্গিত ছিলই গতকাল লোকসভা তে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান ২০২৬-২৭ সালের আয় ব্যয় পেশ করবেন বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা । এই নিয়ে নির্মলা সীতারমন টানা ৯ বার বাজেট পেশ করবেন । এই নিয়ে ১০ টি বাজেট পেশের রেকর্ড রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে । আগামী ২৮ জানুয়ারী শুরু হচ্ছে বাজেট অধিবেশন ,আর ২৯ তারিখ আর্থিক সমীক্ষা পেশ হওয়ার কথা ।