৩০ সে এপ্রিল হচ্ছে না রামমন্দিরের নির্মাণ ভূমি পুজো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : করোনা  ভাইরাসের জেরে দেশ  জুড়ে বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা এই পরিপ্রেক্ষিতেই রাম জন্মভূমি ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে আগামী  ৩০ সে এপ্রিল মন্দির  নির্মাণের  জন্য যে ভূমি পুজো করা হত  তা স্থগিত রাখা হলো। এই ট্রাস্টের মহাসচিব চম্পন রায়  বলেন এখন দেশের যা পরিস্থিতি  তাতে মন্দিরের জন্য ভূমি পুজো  করা সম্ভব নয়  ভূমি পুজো করতে গেলে যা জমায়েত হবে  তা লকডাউনের  পরিপন্থী পাশাপাশি ভিড় থেকে করোনা  সংক্রমণ  ছড়িয়ে পড়ার মারাত্বক আশঙ্কা আছে।