আগামী ৩১ সে মার্চ ,২৩-২৪ অর্থবর্ষের শেষ দিন রবিবার হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক খোলা থাকবে ।সাধারণ মানুষের কথা ভেবে সব ব্যাঙ্কগুলিকে তার শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে রিসার্ভ ব্যাঙ্ক ।জানা যাচ্ছে কেন্দ্রের আবেদনের ভিত্তিতে ,সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্যাঙ্ক ।যেই শাখা তে সরকারি লেনদেন চলে সেই গুলি আসবে এই নির্দেশের আওতায় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...