কেদ্রীয় সরকার ৪৫ বছরের কম বয়েসীদের আর কাউকে বিনামূল্যে প্রতিষেধক দেবে না ।আগে বেসরকারি
সংস্থায় ৫০০ টাকা তে দুটি প্রতিষেধক পাওয়া যেত নতুন ব্যবস্থা তে সিরামের মালিক জানান নতুন ব্যবস্থাতে ১টি ডোজের দাম পর্বে ১০০০ টাকার কাছাকাছি ,আর কো ভ্যাকসিনের তরফে জানানো হয়েছে তাদের একটি ভ্যাকসিনের দাম পড়বে ৮০০-১০০০ টাকার কাছাকাছি আর
স্পুটনিক ভি র দাম পড়বে ৭৫০-৮০০ টাকার কাছাকাছি ।