বিগত ৮ বছরে বন্ধন ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুন বাড়িয়ে ১৫০০ তে এনেছে বলে দাবি করলো ব্যাঙ্কের এক শীর্ষ কর্তা ।ওই কর্তা বলেন ২০১৫ শালের ২৩ সে অগাস্ট ৫০১ টি শাখা দিয়ে পথ চলা শুরু হয় বন্ধন ব্যাঙ্ক ।এখন তা রয়েছে ৩৪ টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাষিত অঞ্চলে ।গত বুধবার সারা দেশে ১২ টি শাখা খোলা হয়েছে বলে তিনি দাবি করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...