নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রায় সাড়ে ৭ দশক কাটিয়ে গতকাল ৭৫ বছর পূর্ণ করলো লহরা রামকৃষ্ণ মিশন । ১৯৪৪ সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্নাস্যি স্বামী পূর্ণানন্দ কলকাতা থেকে প্রায় ২০ কিমি দূরে কয়েকজন অনাথ শিশু কে নিয়ে বসুমতি পত্রিকাতে প্রকাশক সতীশ চন্দ্র মুখ্যোপাধ্যায় অফিস গুদামের পাশে এক তলা বাড়ি ও সংলগ্ন একটি জমিতে এই মিশনের প্রতিষ্টা করেন । বর্তমান রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী স্বর্ণানন্দ ৭৫ বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন বলেন স্বামী পূর্নান্দের স্বপ্ন ছিল কেজি টু পিজি একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করার সেটি আজ সার্থক হয়েছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...