দেখভালের জন্য ৩১ লক্ষ টাকা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চিত্তরঞ্জন  এভিনিউয়ের  ডিভাইডার  গুলির  বাৎসরিক  দেখভাল  করে  থাকেন  কলকাতা  পুরসভা।নির্দ্দিষ্ট  সময়  তদন্ত  দরপত্র  ডেকে  নির্দিষ্ট  সংস্থার  সঙ্গে  চুক্তি  করেন। পুরসভা  সূত্রে  জানা  যাচ্ছে  লেলিন  সরনী  থেকে  শ্যামবাজার  পাঁচ  মাথার    মোড়   পর্যন্ত্য  ঐ   ডিভাইডারের  রক্ষনাবেক্ষনের  জন্য  ৩১  লক্ষ  টাকা  বরাদ্ধ  করা  হয়েছে।