মরোক্কো হারালো পর্তুগাল কে ১-০ । গতকাল কাতারের মাঠে মরোক্কোর কাছে হেরে মাথা নিচু করে বিদায়নিলো সি আর সেভেনের নেতৃত্বে পর্তুগাল ।মরোক্কোর গোলের নিচে দুর্ভেদ্য হয়ে ওঠেন তাদের গোল কিপার ইয়াসিন বোনও । ৪১ মিনিটে এন নিসেরই মরোক্কোর হয়ে প্রথম গোলটি করেন ।অতিরিক্ত ৯ মিনিট নিয়ে মোট খেলা হয়েছে ৯৯ মিনিট । গোল লক্ষ্য করে মরোক্কো ও পর্তুগাল
উভয়েই ৩ টি করে শট করেন,৭৩% বল পসেশন পর্তুগাল রেখেই ম্যাচ টি হেরে যায় ।কর্নার পেয়েছে পর্তুগাল ৯ টি মরোক্কো ৩ টি ।