অচিন্ত্য শিউলি কমন ওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলো

গতকাল বার্মিংহামে কমন ওয়েলথ গেমসে শুধু ভারতের মুখ উজ্জ্বল হলো না সঙ্গে বাংলার মুখ ও উজ্জ্বল হলো ।হাওড়ার অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে ভারতের হয়ে তৃতীয় সোনা জয় করেন ।প্রথমে স্ন্যাচে ১৪৩ কেজি ,এবং পরে ক্লিন ও জার্ক য়ে|১৭০ কেজি ওজন তোলেন অচিন্ত্য ,সব মিলিয়ে ৩১৩ কেজি ।যা কমনওয়েলথ গেমসের রেকর্ড ।