অনসুমানা ক্রোমা যাচ্ছেন বিদেশে খেলতে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : কলকাতা  লিগে  চলতি  বছরে পিয়ারলেস  কে চ্যাম্পিয়ন  করতে অনসুমানা  ক্রোমার  ভূমিকা ছিল বিশাল ,দুই প্রধানের  বিরুদ্ধেই গোল  করে দল  কে জিতিয়েছেন  লাইবেরিয়ার  এই স্ট্রাইকার । তবুও  ভারতীয়  ফুটবলে যোগ্য সন্মান  পাননি  তিনি । চলতি আইলিগে  কোনো  দল  তাকে  ডাকেনি খেলার  জন্য । তাই  তিনি মালেশিয়ার  ক্লাব  কেলান্তান  ক্লাবে  খেলতে  যাচ্ছেন এই মরশুমের জন্য ।