অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের

CRICKET CENTRE BUILDING, MUMBAI ---PIC : KALYAN CHAKRAVORTY

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গত  রবিবার  মুম্বাইয়ে  বৈঠকে  বসেছিল বিসিসিআইয়ের  জুনিয়র সিলেকশন কমিটি । তারপরেই দক্ষিণ আফ্রিকা  তে হতে  চলা অনূর্ধ্ব  ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল  ঘোষণা  করা  হয় । উল্লেখ্য  গত  অনূর্ধ্ব  ১৯ বিশ্বকাপে  জয়ী হয়েছিল ভারত ।১৬ টি দেশ কে চারটি  গ্রুপে  ভাগ  করে এই টুর্নামেন্ট এগোবে । ভারত রয়েছে এ  গ্রুপে সঙ্গে রয়েছে নিউ জিল্যান্ড ,শ্রীলঙ্কা  এবং জাপান । ভারতের  অধিনায়ক  ঘোষণা  হয়েছে  প্রিয়ান  গর্গ  ভাইস  ক্যাপ্টেন হয়েছে ধ্রুব  চাঁদ  জুয়েল।