অবিবেচক সিদ্ধান্ত নিয়ে কেকে আর হেরে গেলো এলএসজির কাছে

গতকাল ইডেনে আইপি এলের লীগের খেলাতে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং লখনৌ সুপারজায়ান্ট ।প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট তোলে ৩ উইকেটে ২৩৮ রান ।নিকোলাস পুরান ৩৬ বলে ৮৭ রান করে ম্যান ওফ দি ম্যাচ হন । তার পরে নাইট রাইডার্স ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৪ রান তোলেন এবং চার রানে বিজয়ী হয় লখনৌ সুপারজায়ান্ট। শেষ ওভারে তিনটি বল,ডট দেওয়া তে ম্যাচ টি তুলে দেওয়া হয় লখনৌ সুপারজায়ান্ট য়ের হাতে ।