গতকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গুজরাট করেন ৪ উইকেটে ২০৪ রান ।তাদের হয়ে সর্বোচ্চ রান করেন বিজয় ৬৩ নট আউট ,নারায়ণ নেয় ৩৩ রানে ৩ উইকেট । জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স এক সময় ৭ উইকেট হারিয়ে ১৫৫ হয়ে যায় , ৪০ বলে ৮৩ করেন আইয়্যার । রিংকু নট আউট থাকেন ৪৮ রান করে ২১ বলে ,কিন্তু শেষ ওভারে,পর পর ৫ তা ছয় মেরে হারা ম্যাচ জিতিয়ে দেন ।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...