গতকাল মধ্যে এশিয়ার মাঠে এশিয়া কাপের সেমিফাইনালে ৬ উইকেটে ভারত হারালো পাকিস্তান কে । টসে
জিতে ভারত পাকিস্তান কে ব্যাট করতে পাঠায় । টসে জিতে পাকিস্তান ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৭১ রান । সর্বাধিক রান করেন ফারহান ৫৮।জবাবে ভারত ৪ উইকেটে ১৭৪ রান তোলে ১৮.৫ ওভারে । ম্যাচের সেরা হন অভিষেক শর্মা ৭৪ রান করেন ৩৯ বলে ।