অভূতপূর্ব ঘটনার জন্য ভারত দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি ২০ বাতিল

On: Thursday, December 18, 2025 11:14 AM

গতকাল লখনৌয়ের মাঠে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওডিআই প্রচন্ড কুয়াশা ও ধোঁয়াশার কারণে ।
টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬:৩০ মিনিট নাগাদ । ৩০ মিনিট অন্তর অন্তর মাঠ পরীক্ষা করেন আম্পায়ার রা । টানা ৬ বার মাঠ পরীক্ষার পরে রাত ৯:২৫ মিনিট নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার রা ।ধোঁয়াশার জন্য মাঠে পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছিলো না । এমন ঘটনা অভূতপূর্ব বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞ রা ।