টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত ভারতের সম্পর্কও মিশ্র অভিজ্ঞতা হয়েছে। মীরাবাঈ চানু ভারোত্তোলনে রূপো পেয়ে দেশবাসীকে গর্বিত করেছে। হকি দল অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়েছে। বক্সার লাভলিনা তার জার্মান প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।মেরি কমেরে পরের প্রতিপক্ষ কলম্বিয়ার ইনগ্রিট যাকে সে আগে হারিয়েছে। ছেলের মিডল ওয়েটে অমিত কুমার হেরে গেলেও অমিত পাংঘাল আছে। তার বিরুদ্ধে লড়বে কলম্বিয়ার মার্টিনেজ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...