অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সাইনা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : অল  ইংল্যান্ড  ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পিভি সিন্ধুর বিদায়ের পরে ভারতের আশা  ধরে রেখেছেন  দুই কিংবদন্তি  শাটলার সাইনা  নেহওয়াল এবং কিদাম্বি  শ্রীকান্ত । তারা দুইজনেই  কোয়ার্টার ফাইনালে উঠেছেন । শেষ আটে  অবশ্য এই দুই ভারতীয় তারকার সামনে অপেক্ষা  করছে  বিশ্বে ১ নম্বরের  চ্যালেঞ্জ ,সাইনা  খেলবেন  তাইজু  ইং  য়ের  সাথে  এবং শ্রীকান্ত খেলবেন কেন্ট  মোমোতার  সাথে ।