গতকাল ওয়ানখেড়ে তে আইপি এলের লীগের খেলা তে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে হারালো কলকাতা নাইট রাইডার্স কে । প্রথমে ব্যাট করে কেকে আর ১৬.২ ওভারে ১১৬ রান করে সকলে আউট হয়ে যান ।মুম্বাইয়ের বোলার অশ্বিনী কুমার ২৪ রানে৪ উইকেট নিয়ে ম্যান ওফ দি ম্যাচ হন ।জবাবে মুম্বাই ইন্ডিয়ান ১২১ রান তোলেন ১২.৫ ওভারে ২ উইকেটের বিনিময় ।মুম্বাইয়ের রিকেলটন ৪১ বলে ৬২ রান করে নোট আউট থাকেন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...