খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ পরে,পাকিস্তান ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে । পাকিস্তান গত শনিবার ৬ উইকেটে ৯৬ রানের পরে সপ্তম উইকেটে , বাবর আজম ও ইয়াসিরের ব্যাটে ভর করে ৯৪ ওভারে ৩০২ রানে ইনিংস শেষ করে । বাবর করেন ৯৭ রান এ বগ ইয়াসির করেন ১১৩ রান ।পাকিস্তান ফলো অন এড়াতে না পারলেও শেষ পর্যন্ত তলে ৩ উইকেটে ৩৯ রান । খেলছে আসাদ এবং মাসুদ ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...