খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইএসেলের সেমিফাইনালের দ্বিতীয় লীগের খেলায় গোয়া এফসি হারালো মুম্বাই এফসি কে ৫-১ গোলে । এই দিনের এই একপেশে খেলায় জোড়া গোল করেন সেনেগালের খেলোয়াড় মোরতাদা ফল ,বাকি তিনটি গোল করেন জ্যাকি চাঁদ ,ফেরান করমিনাস এবং ব্রেন্ডন ফার্নান্দেজ ।উল্লেখ্য গ্রুপ পর্বের খেলা তেও গোয়া দুই বার হারিয়েছিল মুম্বাই এফসি কে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...