খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেরল ব্লাস্টার্স গতকাল তার ঘরের মাঠে দুই দুই বার এগিয়ে গিয়েও এফসি গোয়ার সাথে ম্যাচটি ড্র করে ১ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়লো । ১০ জনে খেলেও গোয়া শেষ ৩৮ মিনিটে লেনি রদ্রিগেজের গোলে খেলায় সমতা ফেরান । খেলা শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে কেরল কে এগিয়ে দেন সের্গিও ,এবং প্রথম অর্ধ শেষ হওয়ার ৪ মিনিটের মধ্যেই গোয়ার মুরদাতা ফল । খেলার ৫৯ মিনিটে কেরল এগিয়ে যায় রাফায়েল মেসির গোলে কিন্তু সংযুক্ত সময়ে গোয়া কে বাঁচালেন লেনি রদ্রিগেজ ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...