খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চেন্নাইয়িন এফসি নিজের ঘরের মাঠে এইবারের আইএসএলে প্রথম জয় পেলো হায়দ্রাবাদ কে ২-১ গোলে হারিয়ে । ৯০ মিনিট পর্যন্ত খেলা গোল শুন্য ছিল । সংযুক্ত ৬ মিনিটেই খেলা নাটকীয় ভাবে ঘুরে যায় । ৯২ মিনিটের মাথায় চেন্নাইয়ের হয়ে প্রথম গোলটি করেন মালটার খেলোয়াড় আন্দ্রে সেম্বি । ৯৫ মিনিটের মাথায় দর্শনীয় হেডে গোল করে হায়দ্রাবাদ কে সমতায় ফেরান ম্যাথিউ কিল গ্যালন ,কিন্তু ৯৬ মিনিটের মাথায় চেন্নাইয়ের হয়ে জয় সূচক গোলটি করেন লিথুনিয়ার নেরিয়াজ ভালুস্কিস ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...