আইএসএলে জামশেদপুর হারালো গোয়া কে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  গোয়ার  ফতোরদা  স্টেডিয়ামে দুই দল  নেমেছিল ম্যাচ জিতে  আইএসএল  লীগ টেবিলে এটিকে কে  টপকে  যাওয়ার  লড়াইতে । জামশেদপুর গোয়া  কে এক গোলে  হারিয়ে ছুঁয়ে ফেললো লীগ টেবিলের শীর্ষে  থাকা এটিকে  কে ,তবে এটিকে  এগিয়ে আছে গোল  পার্থক্যে । জামশেদপুরের হয়ে  প্রথম অর্ধের ১৭ মিনিটে  দোল কে চাপমুক্ত করে গোল  দেন সের্গিও ক্যাসেল ,যিনি  খেলতেন আটলেটিকো  মাদ্রিদের বি  দলে এবং ম্যাচের সেরা  হন সুব্রত  পাল ।