আইএসএলে নর্থ ইস্ট ও মুম্বাই সিটির মধ্যে খেলা ড্র

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বুধবার গুয়াহাটি  তে ঘরের মাঠে  মুম্বাই  সিটি এফসি কে  হারালে আইএসএল লীগ টেবিলে  শীর্ষে  যেত  জো আব্রাহামের  নর্থ  ইস্ট  খেলার ৯ মিনিটের  মাথায়  নর্থ ইস্ট  কে এগিয়ে দিয়েছিলো  ত্রিয়াদিস ।২৩ মিনিটের মাথায়  মুম্বাইয়ের যায় সমতা  ফেরান মোহাম্মদ আমিন ।সেই আমিন  ই  ৩২ মিনিটের  মাথায়  ফের  গোল  করে মুম্বাই  কে এগিয়ে দেন । কিন্তু  খেলা  শেষ  হওয়ার ৩ মিনিট আগে নর্থ ইস্ট  কে সমতায়  ফেরান ঘানাইয়ান  স্ট্রাইকার  আসামোয়াহ জ্ঞান ।