খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার গুয়াহাটি তে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি কে হারালে আইএসএল লীগ টেবিলে শীর্ষে যেত জো আব্রাহামের নর্থ ইস্ট খেলার ৯ মিনিটের মাথায় নর্থ ইস্ট কে এগিয়ে দিয়েছিলো ত্রিয়াদিস ।২৩ মিনিটের মাথায় মুম্বাইয়ের যায় সমতা ফেরান মোহাম্মদ আমিন ।সেই আমিন ই ৩২ মিনিটের মাথায় ফের গোল করে মুম্বাই কে এগিয়ে দেন । কিন্তু খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে নর্থ ইস্ট কে সমতায় ফেরান ঘানাইয়ান স্ট্রাইকার আসামোয়াহ জ্ঞান ।
রাজ্য
দলের বাড়তি মেধ ধরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস
সূত্রের খবর ২০২৫ শালের প্রথমেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক করেন অভিষেক ,মমতা এবপং সুব্রত বক্শি । জানা যাচ্ছে সেই খানে সংগঠন ও...