খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ঘরের মাঠে জামশেদপুর এফসি সুযোগ পেয়েও লীগ টেবিলে এটিকে কে টপকাতে পারলো না । খেলার ২৮ মিনিটের মাথায় তাদের স্ট্রাইকার সের্গিয় ক্যাসেলের গোলে এগিয়ে ছিল জামশেদপুর এফসি । ৮৯ মিনিট পর্যন্ত সুব্রত পালের জামশেদপুরে এফসি ১-০ গোলে এগিয়ে ছিল ।৯০ মিনিটের মাথায় আসামোয়া জ্ঞানের ডিফেন্স চেরা পাশ থেকে গোল শোধ করেন পানা গিয়ো টিস্কো । দুই দলের পয়েন্ট ১১ শুধুমাত্র গোল পার্থক্যে এগিয়ে এটিকে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...